প্রজেক্ট স্টার:
মো: রেজোয়ান মন্ডল
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- লার্নিং সেশন: ১
আধুনিকায়নের এই যুগে আমরা সবাই ডিজিটাল নাগরিক। কিন্তু দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব চর্চায় এই প্রকল্পের অবদান অনস্বীকার্য। আমি এই প্রকল্পের মাধ্যমে নিজে দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব চর্চার পাশাপাশি আরও শতাধিক শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা, তথ্য সুরক্ষা ও সঠিক উপায়ে মত প্রকাশের স্বাধীনতা চর্চায় উদ্বুদ্ধ করতে পেরে আনন্দিত।
মেফতাহুল জান্নাত
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- লার্নিং সেশন: ১
আমরা ব্যাক্তিগত ভাবে চলাফেরার সময় যেভাবে বিভিন্ন নিয়মকানুন মেনে চলি ঠিক তেমনই ডিজিটালি আমাদের বিচরণের ক্ষেত্রেও অনেক কিছু মেনে চলতে হয় । এ বিষয়ে আমরা অনেকে না জেনে অনেক ক্ষেত্রে বিভিন্ন বিপদের সম্মুখীন হই। তাই FRDC নামক প্রকল্পের মাধ্যমে আমরা উক্ত বিষয়গুলো সম্পর্কে জেনেছি এবং আশেপাশের সকলকে জানানোর চেষ্টা করেছি।
লামিসা ইরাম
- বিশ্ববিদ্যালয়: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
- লার্নিং সেশন: ১
আমাদের সমাজ, রাজনীতি এবং সরকারে জড়িত থাকার জন্য তথ্য প্রযুক্তি সকলেই ব্যবহার করে, এতে সকলের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে কারণ আমরা সকলে বিশ্ব নাগরিক. আমাদের সকলের সব বিষয় নিয়ে ভাবার ও মত দেওয়ার স্বাধীনতা রয়েছে।
তহমিনা আক্তার
- বিশ্ববিদ্যালয়: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
- লার্নিং সেশন: ১
তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল জগতে বিচরণে প্রযুক্তিগত সতর্কতার পাশাপাশি সামাজিক, আইনগত ও রাজনৈতিক শিষ্টাচার মেনে চলা জরুরি। কিন্তু প্রয়োজনীয় শিক্ষা ও সংস্কৃতির অভাবে শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করছে বা তার শিকার হচ্ছে। আমি আমার আশেপাশের মানুষদের উক্ত বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে পেরে অনেক আনন্দিত।
ক্যাম্পাস স্টার:
ফারদিন বিন আব্দুল্লাহ
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- পিয়ার লার্নিং সেশন: ৪
In my opinion without freedom of speech, we are nothing but silent dolls. (আমার মতে বাকস্বাধীনতা ব্যতীত আমরা নির্বাক পুতুল ছাড়া আর কিছু নই।)
আকতাকি আহমেদ নাতাশা
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- পিয়ার লার্নিং সেশন: ৫
একটা দেশের সচেতন নাগরিক হিসেবে সে দেশের প্রতি দায়বদ্ধতা ও কর্তব্যের জায়গায় থেকে আমরা বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকি। দেশের নাগরিক হিসেবে এবং বৈশ্বিকভাবে বিচরণের জন্য বিভিন্ন জায়গায় সঠিক পদ্ধতিতে কিভাবে মত প্রকাশ করতে হয় তা আমরা FRDC নামক প্রকল্পের মাধ্যমে জেনেছি এবং আমরা নিজের জায়গায় থেকে আশেপাশের সবাইকে তা জানানোর চেষ্টা করেছি।
সাবিহা সুলতানা বর্ষা
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- পিয়ার লার্নিং সেশন: ৫
একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে সর্বস্তরের মানুষ তাদের প্রতিদিনের একটি বড় অংশ অতিবাহিত করে ও তাদের আবেগ, অনুভূতি, চিন্তা-ধারণা এবং মতামত প্রকাশ করে থাকে। যখন তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে তখন তাদের দায়িত্ব হলো অন্যের আবেগ, অনুভূতি, চিন্তা-ধারণা ও মতামতের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থেকে কোনো বিষয়ে মন্তব্য করা। FRDC-কে ধন্যবাদ জানাই তাদের এই প্রকল্পটির জন্য, যার মাধ্যমে আমার জানতে ও সচেতন হতে পেরেছি ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে।
মো: শরীফুর রহমান
- বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়
- পিয়ার লার্নিং সেশন: ৫